আজকে তোমার সবই ভাল
কালকে কি হবে ?
মা বাবা সবাই রবে
তোমায় চলে যেতে হবে ।
কখন কার সময় আসবে
কেউতো তো জানে না
সময় হলে নিয়ে যাবে
কারো তো বাঁধা মানবে না ।
একলা আসে একলা যায়
এই তো দুনিয়ার রীতি
যাবার সময় পাশে থাকে
সবাই দিন রাত্রি ।
মৃত্যু পথ যাত্রী যে
শয্যায় বসে বসে
দিন রাত প্রহর গুনে
তার মরন হবে কবে ।
মৃত্যু খবর এমনই করুন
কাঁদে পিতা মাতা পরিজন
এর চেয়েও অধিক কাঁদে
স্ত্রী পুত্র আর কন্যাগন ।
জন্ম মৃত্যু খেলা ঘরে
কারো বলার কিছু নাই
দিন, বার , সময়, তারিখ
কোন বদলাবার উপায় নাই ।
পৃথিবীর কোন মায়ার বাঁধন
সে দিন আর থাকবে না
একদিন, দুইদিন পরে তোমায়
কেউ মনে রাখবে না ।
সবাইকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে
চীর সুখ শান্তির স্বর্গে
মাতা পিতা স্ত্রী আত্বীয় সন্তানদের
ভাসিয়ে অশান্তির সাগরে ।
যে দিন তোমার মরন হবে
পিতা মাতা ভাইসব পর হয়ে
নিজ হাতে পুত্র দিবে মুখে আগুন
নিয়ে তোমায় মহাশ্মশানে ।