নির্মল হাসি দেখে বুঝতে পারিনি
তোমার বুকে জমে আছে এতো কষ্ট
স্নেহ বিহীন প্রেমহীন ভালোবাসা শূন্য
ব্যথিত হৃদয় রক্তাক্ত ক্ষত বিক্ষত ।
চোখ দেখে ভাবতে পারিনি
বরফে আচ্ছন্ন নোনা জলের নদী
কখনও ভাঙ্গেনি ঢেউ, ভিজেনি চোখ জলে
প্রেমের উষ্ণতা পায়নি বলে ।
ভাবতে অবাক লাগে পাহাড় সমান কষ্ট নিয়ে
হেসে খেলে চলো চঞ্চল মনে
নিজের মনের হাজারও কষ্ট ছাড়ি
সুখের ঘর বাঁধো অন্যের লাগি ।
ভাবনি তুমি নিয়ে নিজের সুখ
কষ্ট নিয়ে সুখে ভরিয়েছ অন্যের মুখ
হাসির আবরনে ঢেকে রেখেছ হৃদয়ের কষ্ট যত
ঠিক যেন সবুজ মেহেদি পাতার মত ।
বাঁচতে হবে তাই বেঁচে আছো তুমি
পেয়েছো গাড়ি বাড়ি গহনা দামী শাড়ি
হয়ে উঠেনি আদর সোহগে তোমার হৃদয় ভরি
তুমি আজ এক পুরুষের ভোগ বিলাসী নাড়ি ।