মন তোর দেশে যাওয়ার সময় হল
করে নে তুই পথের সম্বল
যাত্রা পথে মুখে থাকে যেন সদা
শুধু হরির নামে মহাবোল ।
অন্ধকারে একা যেতে হবে
গন্তব্য স্থল যে অনেক দুর
সংসার মোহে পরে হয়ে গেল সব ভুল
আমার রওনা দিতে দেরি হল
দয়াল পথে হয় না যেন গন্ডগোল ।
আসার সময় বলেছিলাম  
যাবার সময় দেব কড়ি
শূন্য হাতে বসে আছি
ও দয়াল কি দিয়ে দেব ভব নদী পাড়ি
আমি মায়ার জালে সব হারিয়েছি
সম্বল শুধু চোখের জল ।