সাহস পাইনি তোমার চোখে চোখ
রেখে কথা বলার
সাহস পাইনি কখনও বলতে
তুমি আমার ।
হয়নি কখনও সবুজ ঘাসের বুকে
দুজনে হাঁটা কাঁধে কাঁধ রেখে
হয়নি কখনও খর স্রোতা নদীর তীরে
মনের কথা বলা দুটি হাত ধরে ।
পারিনি কখনও গান শুনতে
তোমার সুমধুর কন্ঠে
নির্জন দিগন্তে তোমার কুলে মাথা রেখে
মধু চন্দ্রিমা রাতে ।
সবুজ ঘাস আছে আজও প্রকৃতিতে
নদী বয়ে চলে নিজ আপন মনে
গানও থাকবে তোমার কন্ঠে
যুগ যুগ ধরে ।
কখনও আসবেনা স্বপ্নের দিন
মনের আসবেনা কখনও ফাগুন
পৃথিবীর দুই প্রান্তে এখন
তোমার আমার অবস্থান ।
হয়তো মিলিব মধুর মিলনে
তুমি আমি দুজনে
এজন্মে না হয় পরজন্মে
কিংবা পরে বা তারও পরের জন্মে ।