মায়ের মত পরম দেবতা
এ জনমে আরতো মিলবে না
সেই মায়ের পুজা না করে
করলাম শুধু সুন্দর নাড়ীর পুজা ।
মাটি দিয়ে মুর্তি গড়ে
রাজভোগ দেই তার সামনে
মা মা বলে চিৎকার করি
অনাহারী মায়ের কথাটি মুখে আনি না ।
দশমাস দশদিন কত কষ্ট করে
মা দেখিয়েছে এই সুন্দর ভূবন
যে হারিয়েছে এই স্নেহের বস্তু
সেই জানে মা হারানোর কিযে জ্বালা
থাকতে তারে চিনলাম না মন
করলাম না তারে একদিন পুজা ।
শতদিন না খেয়েও মা
মুখের খাবার তুলে দেয় সন্তানকে
বড় হয়ে সব ভূলে গিয়ে
সেই মাকে আর মনে রাখিনা ।