আর কিছুই চাইবো না বন্ধু তোমার কাছে
যদি কোন দিন ডুবে যায় অথৈই সাগরে
ভেসে যায় খর কুটার মত নদীর স্রোতে
চাইবো না ভাসার জন্য ভেলা ।
আর কিছুই চাইবো না বন্ধু তোমার কাছে
যদি পথ হারা পথিকের মত হাটতে হাটতে
চৈত্রের আগুন ঝরা দুপুরে ক্লান্ত হয়ে পড়লে
চাইবো না একটু শান্তি তোমার স্বর্গ নীড়ে ।
যদি কোন দিন আক্রান্ত হই মরন ব্যধি ক্যান্সারে
একা কি দাঁড়িয়ে থাকবো মৃত্যুর দুয়ারে
মেতে উঠবো আলিঙ্গনে মৃত্যুর সাথে
তবো চাইবো না ঠিকানা বৈদ্য বা ডাক্তারের ।
যদি কোন দিন পড়ে যায় ঘুর্নী পাকে
যায় যদি মরুভূমির বালুকার মতো উড়ে
মরা পাতার মতো যদি যায় ঝরে
বসন্ত কে চাইবো না বন্ধু তোমার কাছে ।
যদি হারিয়ে যায় অজানা দেপান্তরে
সারা নিশি জেগে ঘুম ঘুম চোখে
তাকিয়ে থাকবো দুর ঐ দিগন্ত পানে
তবো চাইবো না সুখের ঠিকানা তোমার কাছে ।
যদি কোন এক চন্দ্রিমা রাতে
খুব মনে পড়ে বন্ধু তোমাকে
তবো চাইবো না থাকতে পাশে
বন্ধু দুজনে হাত রেখে হাতে ।
যদি কোন দিন মৃত্যু আসে কাছে
দুচোখ যদি খুঁজে প্রিয়জনকে
দেখতে চাইবো না বন্ধু তোমাকে
শেষ বারের মতো দু নয়ন ভরে ।