সময় তুই কোথায় খুঁজে নাহি পাই,
ভাবিয়া ভাবিয়া মরি কূল তার নাই ।
তোর পিছে ঘুরে ঘুরে জীবন হয় শেষ,
কাউকে সারা না দিয়ে থাকিস নিরুদ্দেশ ।
তোকে যদি বেঁধে রাখতে পারতাম কাছে ,
তাহলে কি প্রিয়ার অভাবে কষ্ট হতো মনে ?
তুই যদি থাকতি আজ আমার প্রিয়ার সাথে ,
তাহলে কি প্রিয়া রাখতো আমায় দুরে ?
সারা দিন ছিলিনা বলে সেও ছিলনা কাছে,
এখন এসেছে সে তুই এসেছি বলে ।
কেন তুই বুঝতে পারিনা মানুষের মনের কথা,
যার প্রয়োজন তাকে না দিয়ে দিস যথা তথা ।
তুই কি জানিস তোর চেয়ে আছে দামী ধন,
জেনে রাখিস সে হলো মানুষের জীবন ।
যখন তখন মানুষকে করি তুচ্ছ তাচ্ছিল্য,
মানুষ তোকে আর সে বা দেবে এতো মূল্য ।