অপরিপক্ক হাতে লিখি,
যা ভাবি তাই।
এত ভেবে চিন্তে কি সমস্ত করা যায়?
যেমন ভেবে সমুদ্রে জোয়ার আসে না,
চাঁদ উঠে না,ফুল ফোটে না,
পাখিরা আপন ইচ্ছায় উড়ে,
অরণ্য সবুজাভ প্রকৃতির কোল জুড়ে।
লেখকের কলম ও সেই রূপ,
প্রীতি, অপ্রীতি উভয়েরই সমন্বয়
উড়নচণ্ডী ভাবনাগুলো ঘিরে
সে এক অজানা বিস্ময় ।