সাধা সিধে দেহখানা তার এক প্যাঁচেতে গড়া
ভিতরে নানা সুগন্ধি তামাকেতে ভরা ।
পিছনে তার আছে ছোট্ট ফিল্টার রাখা
সে নাকি আবার ধোয়া ছাকার সেরা ।
ইহার ভিতরে থাকে মরন ঘাতক নিকোটিন
ইহার ব্যবহার করে চলেছে নবীন প্রবীন ।
ডাক্তার বলে ইহা খেলে হয় যক্ষা ক্যান্সার
নেশাকারী বলে ইহা না পেলে জীবন অসার ।
ব্যর্থ প্রেমিকের মনের দুঃখ ভুলে যায়
সুখের সময় মন আনন্দে নাচায়।
একবার কাছে পেলে মন বারবার চায়
এর সঙ্গ ছাড়া বড় দায় ।
শিশু যুবকেরা গোপনে আড়ালে খায়
বৃদ্ধ খাওয়া পর কাশিতে কাশিতে প্রান যায় ।
ধনী লোকে খেলে নাকি তাদের সন্মান বাড়ে
ছাত্র সমাজ পেলে তারা ধ্বংসের পথে চলে ।
ইহার ব্যবহার দেখা যায় শহর কিংবা গ্রামে
সিগারেট নামে তারে সকলেই চেনে ।
বিড়ি নাম যার সে ছাড়া ফিল্টার
চুরুট নাম যার বড় তার দেহের আকার ।
ইহা প্রতি টানে টানে তৃপ্তী আনে মনে
মৃত্যু কোলে তারা ঢলে পড়ে ক্ষনে ক্ষনে ।
এর গুনাগুন লাভ ক্ষতি সবাই তা জানে
সব মানুষ কেন তারে কাছে টানে ?