একে একে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন সব গুনীজন
যোগেশ, নরেশ, শচীন্দ্র, সুবল আর নির্মল ।
একদিন সবাই চলে যাবে এই পৃথিবী  ছেড়ে
এই দুনিয়ায় বাস কালে কজন তা ভাবে ।
হঠাৎ একটি মৃত্যু সংবাদ শুনে ভারি হল কান
গ্রাম ছেড়ে চলে গেলেন আর এক গুনীজন ।
মানুষ তাকে দেখতে গিয়ে করে হায় হায়
চলে গেলেন আমাদের ছেড়ে প্রফুল্ল্য রায় ।
উনারা সব গুনী মানুষ বলার শেষ নাই
নির্মল সিকদারের গুনের কথা জানে সবাই ।
তার মধুর কন্ঠের গান শুনে শুনে
কতশত ভক্তশ্রোতা রেখে দিত তাদের মনে ।
এখনও গ্রামবাসীর কাঁদে মন প্রান
এখনও শুনতে পায় মানুষ বাতাসে তার গান ।
যোগেশ, নরেশ, শচীন্দ্র ছিলেন পরোপকারী
তাদের উপকারের ছোঁয়া পেয়েছে সকল পুরুষ নাড়ী ।
সুবল ছিলেন সানাই বাদক গাইতেও পারতেন গান
সানায়ের সুরে কেড়ে নিতেন সবার মন প্রান ।
প্রফুল্ল্য রায় জারফুক দিয়ে আটকাতেন পরের মৃত্যু বান
নিজের মৃত্যুর সময় জারফুক করেনি কোন কাজ ।
আপনি চলে গেলেন স্বর্গে দেখা হবে সবার সাথে
বলে দিবেন গ্রামের সংবাদ সবাই ভাল আছে ।
এত গুনীজনের অভাব কিভাবে পূরন হবে
জানি আপনাদের আশির্বাদ এই গ্রামকে ভরিয়ে দেবে ।