অনেক কিছু লিখতে চেয়েছিলাম কলম থেমে গেলো,
এলোমেলো হয়ে গেলে ভাষা গুলো ।
মনের উদ্দীপনা আস্তে আস্তে নিভে যাচ্ছে,
আশা আকাংখা মিশে যাচ্ছে আকাশের মাঝে ।
আমার সেই মন সেই প্রান একই আছে,
কেন মনে হয় কমতি আছে কোন কিছুতে ।
কেন আগের মত কথার জালে ছন্দ মেলেনা ,
চেনা ছন্দ মালা কেন লাগে অচেনা ।
তবু লিখতে হবে , বাঁচতে হবে ,
জীবনকে নিয়ে যেতে হবে শেষ প্রান্তে ।
চাঁদের আলো নাই পেলে ,
অন্ধকার দুর করতে হবে মোম জ্বেলে ।
নাই বা পেলাম সুখের সন্ধান ,
দুঃখ দিয়ে গড়ে নেবো নতুন জীবন ।