বাংলাদেশের প্রান কেন্দ্র ঢাকার শহর
সবাই চায় এখানে নিজের একটি ঘর ।
কেহ কিনতে চায় ফ্লাট কেহ কিনে বাড়ি
কেহ আবার এসব ছেড়ে কিনে দামী গাড়ি ।
ভাল মন্দের ভেদাভেদ নেই কারো মনে
একটু থানি মাথা গুজার ঠায় হলে চলে ।
ধনী গরিব কুলি মুজুর সারাদিন কষ্ট করে
রাতে নিদ্রার সময় যদি একটু শান্তি মিলে ।
এই শহরের বেশী মানুষ থাকে করে বাড়ি ভাড়া
বাড়ির মালিক মনে করে অমানুষ তারা ।
মালিকের অভিযোগ বিদুৎ, পানির কেন অপচয় ?
ভাড়াটিয়ার হাহাকার এগুলির অভাব কেন হয় ?
এই সমস্যার সমাধান নেই কারো জানা
স্বস্তি মিলে পায় যদি স্বপ্নের ঠিকানা ।