তুমি কেন এসেছিলে আমার জীবনে ?
যদি ভুলেই যাবে চিরতরে ।
কেন দুচোখ ভরে স্বপ্ন দেখিয়ে ছিলে ?
যদি স্বপ্ন ভেঙ্গে দেবে দু পায়ে মুড়িয়ে ।
কেন জীবনকে গড়তে এসেছিলে সোনালী রংগে ?
যে কলি ফুটার আগেই ফেলেদিলে ছুরে ।
কথা দিয়েছিলে শহরের অলিতে গলিতে ,
হাঁটবো দুজনে হাত রেখে হাতে ।
চলে যাবো হঠাৎ কোন এক চন্দ্রিমা রাতে ,
সুদূর রাজপথ ধরে ব্যস্ত শহর ছেড়ে ।
কথা ছিল কোন একদিন কাক ভোর সকালে ,
মনের কথা বলবো চায়ের দোকান কিংবা কফি হাউজে ।
হয়তো বা পরন্ত বিকালে চটপটির দোকানে ,
না হয় পার্কের ভাঙ্গা টুলে বসে বাদাম খেতে খেতে ।
এমনি কথা ছিল দেখবো তোমায় দুচোখ ভরে ,
মুখোমুখি বসে চায়নিজ রেস্টুরেন্ট মোমবাতির আলোতে ।
দুচোখ ভরেছিল শুধু স্বপ্নতে ,
তোমার মুখের মধুর কথাতে ।
জীবন ভাসিয়ে ছিলাম রঙ্গিন বাতাসে,
ডুবেছিলাম তোমার চোখের চাহনিতে ।
কখনও ভাবিনি আমি স্বপ্ন যাবে ভেঙ্গে ,
জীবনের যত রং সব যাবে মুছে ।
নেই আজ প্রতিশ্রুতি কোন কথা রাখার ,
নেই কোন ব্যস্ততা সময় করে কথা বলার ।
নিয়ম লিখতে হয়না আর শুভ সকাল অথবা শুভরাত্রী ,
অপেক্ষা করতে হয়না আসবে ম্যাসেজ ফিরতি ।
তবুও জীবন চলছে জীবনের গতিতে ,
জীবন বেয়ে যাবে সংসার নামক তরিকে ।