সবকিছুই আমি আমার ভেতরে রাখি
আমার মতো করে ....
হ্যাঁ, সবকিছুই...
জীবনের অভিজ্ঞতা ,অর্জিত জ্ঞান ,
,অনুভব,  অস্তিত্বের বোধ ,
বিশ্বাস ,মূল্যবোধ  ...সবকিছু..।


কিন্তু কি জান,
এসব  বিলি করতে গেলেই  বিপদ....
ওখানে যে আর  নিজের  শাসন চলে না ...
পুরোটাই রাজনৈতিক অনুশাসন...
সীমাহীন সীমাবদ্ধতা ....
সবটুকু নিজের হয়েও কিছুই যেন  নিজের নয় ..!


কি করে যে বোঝাই....
এ -সবকিছুই  আমি অন্তর্গত করেছিলাম
সাম্য,মৈত্রী আর স্বাধীনতাবোধ দিয়ে..
সীমাহীন আলো, স্পষ্টতার সম্ভাবনা নিয়ে..।