স্বপ্নে  মদির ,  ফসলের    টানে ...
      কাটবে  আঁধার , ফসলের  ঘ্রাণে ।
      হাড়  ভাঙা  শ্রম ,তবু  হাসি  মুখ ...
      গোলা  ভরা  ধান এনে দেবে  সুখ।
      শিশিরে  সিক্ত  ফসলের  বিকাশ ...
      প্রতিদিন দেখি ,মেটে  না  যে  আশ।
      তৃষিত  হৃদয়ে  আশার  আহ্বান ...
      প্রতীক্ষার  বুঝি  হবে  অবসান ।।


      নিশি  পোহালেই  ধান  কাটা  হবে ...
      খুশীর  আলোকে  ঘর  ভরে  যাবে।
      গাইব এবার সবাই মিলে,ফসল কাটার গান ...
      কিন্ত, মরদের  মুখে হাসি কেন ম্রিয়মান ?
      পচা  ঘাম    ঝরে  ...উদাস  দৃষ্টি ......
      ঋণে ডুবে আছে  অমোঘ সৃষ্টি ।
      স্বপ্ন বিকোয় ঋণের ফাঁদে,বিনিময়ে সব ফাঁকা...
      বিবর্ণ যে হায় , মনের কোণেতে  রামধনু রঙ আঁকা ।।