খারাপ টাকে ভালো করতে না
করতেই আরেকটা খারাপ....
রক্তে যে আদিম লোভ, অবাধ্যতা...।
চতুর্দিকে দুর্গন্ধ! শুধু  বদ-বু.....
হরেক সুগন্ধী ছড়িয়েও
সে বদ-বু যাচ্ছে না গো..!
আসলে সে সুগন্ধী  হল
মনুষ্যত্বের ঠাঁট বজায় রাখার চেষ্টা।


পশু আর মানুষে মূল তফাৎ তো
আর শুধু মনে নয় ,তফাৎ হাতেও...
চারটে পায়ের সামনের দুটো  পা
মানুষের কাছে এসে হাত হয়ে গেছে।
এই হাত দিয়েই বন্ধন ,হাত দিয়ে চুরমার
হাত দিয়ে হত্যা, আবার হাত দিয়েই উদ্ধার।
তবে হাত হল ভৃত্য মাত্র...
মানুষের মন ই হল কর্তা।


যাক্,  কেন জানি না মনে হয় ..
আমার আমিকে যদি বিশ্লেষণ করতো মানুষ...
কি দেখতে পেত জান? ---অহংকার !
অহংকার ---  অস্তিত্বের ,ভোগের আর ক্ষমতার!
এই অহংকারেরই  নিয়ন্ত্রণই আবশ্যক....
জীবনের গ্ৰাউন্ড ফ্লোরের স্যাঁতস্যাঁতে
অন্ধকারকে হারিয়ে তবেই আসবে--
আলোয় ঝলমল নিশ্চয়তার দিন।।
------------------------------------------------
12.11.2020