সবুজ শ্যামল গাঁয়ের  মেঠো পথে যেতে যেতে  অনন্ত সূর্যাস্ত.....
মখমলের  মত বিছানো নরম ঘাসে প্রত্যুষের শ্রান্ত শিশিরের পরশ ....
কিংবা ফাগুনের কোন এক রাতে  ঝাউবন পেরিয়ে দৃশ্যত অমলিন চাঁদ....;
  ইচ্ছে করে খুব...দেখতে ইচ্ছে করে... প্রকৃতির সে অপরূপ রূপমাধুরী...।
কিন্তু কি করে আজ  দেখি বল তো? কীভাবেই বা দেখি...
চারিদিকে  নিস্তদ্ধতা....বাতাসে লাশের গন্ধ .....
বদ্ধ ঘরে বন্দি হয়ে লড়ছি সবে   নিজেকে বাঁচাতে.,সভ্যতাকে বাঁচাতে..
নিজের ছায়াকে  ভালোবাসার চেষ্টা করছি শুধু স্বপ্নকে জাগিয়ে রাখতে।


  ক্রুদ্ধ প্রকৃতি  নিজেই  আজ  যে দূষণ  নিয়ন্ত্রক ... .কিন্তু  খুশীতে উদ্বেল কি?
তাঁর আত্মজ মানবকূলের   আজ যে বড় অসুখ গো....অস্তিত্ব সংকটে;
এক প্রান্তে উদ্ভুত বিষাক্ত দূষিত জৈব সংক্রমণে  শ্বাসরুদ্ধ আজ শত সহস্র প্রাণ....
অবরুদ্ধ আর্থসামাজিক গতিশীলতার রথ.... .অবনত আজ মানুষের অহংকার;
কান্নার সুরে কিরোয়ানি রাগের ছোঁয়া.....চারিদিকে  বুঝি এক অদ্ভুত আঁধার...
এ পৃথিবী  মানুষের কাছে আজ যেন মৃত্যু  উপত্যকা!


আজও তবু কেন  যে এত   কপটতা ....কেন এত বিভাজন...সবেতেই  রাজনীতি...
আজও কলমের কালিতে মিথ্যের রক্তপাত চলছে অবিরাম....সততা  বাস্পিভুত..
চায়ের পেয়ালায় আজও  চলছে অযথা  সমালোচনার ঝড় ....  
আর কবে আলো ঢোকাবে বল বিবেকের ফাঁক ফোঁকরে ....?
মৃত মাছের মত শীতল চোখ  দিয়ে মানবতার জয়গানের পোষ্ট দিয়ে যাচ্ছ  শুধু....
তার চেয়ে,  চল ঐক্যবদ্ধ হই ,ক্ষুধার্তের সেবা করি ...রাজনীতি বাদ দিয়ে !
7.4.2020@সংরক্ষিত।