প্রয়োজনীয়তা অনুযায়ী ,সভ্যতা পরিবর্তিত হয়....
সংস্কৃতি ও আচরণবিধিও গড়ে ওঠে  প্রয়োজনের তরে....
কিন্তু ধর্ম তো বদলে যায় না... মনুষ্যত্ববোধ তো একই থাকে..
পরম আরাধ্যের প্রতি  সমর্পিত প্রাণ.... সেও  রয়েই  যায়.,
তাঁর অবয়ব যে রূপেই প্রকাশিত হোক না কেন ,
সে রূপের ছটায় তো হিংসার আলোকরশ্মি প্রতিভাত হয় না।
আত্মপ্রকাশের বিধিমালা  যতই ভিন্ন হোক না কেন...
অসাম্যের কথা তো কোথাও লেখা নেই...
মাৎসন্যায়ের বিধি অনুসরণ করতে তো কেউ বলে নি...
সবেতেই  যে লেখা  ' জীবে প্রেম ......'।