মাঝে মাঝে মনে হয় জীবনটা বুঝি
লোকাল ট্রেনের ফোর্থ সিটে বসে থাকা....
ঝুলে থাকা শরীরের অর্ধাংশকে  
পাটাতনে তোলার আপ্রান ব্যর্থ প্রচেষ্টা।
তবে আশার কথা এই যে...
নিজেকে বঞ্চিত ভেবে  রণে ভঙ্গ দিই না কখনও...
অধীর প্রতীক্ষায় থাকি ....তৃতীয় সিটের দখলদারের
কখন অকস্মাৎ গর্বিত প্রস্থান ঘটবে....আর তখনই
আমি বেশ গুছিয়ে দখল নেব ঐ স্থান, ওঁরই মতো ...
চেয়ারে বসতে পারলেই যে আর অতীত  মনে পড়ে না।
@সংরক্ষিত।
৩১ .৮.২০১৯