জীবনটা  যেন তুলে রাখা কাপড়...
পোকায় কাটুক ক্ষতি নেই ,তবু পরব না...
দরকাচা মেরে শুধু তোলা তোলা করে রাখি.....
কি লাভ  ?
.
. পৃথিবী জেগে আছে ,তারারাও জেগে আছে....
অভিমান স্পর্শ করেছে ,তবু সে জেগে আছে...
এত ক্ষরণেও ,আস্থা রেখেছে মানুষের প্রতি ।
আরে  বাবা ,  বাঁচতে ই তো  এসেছি....
মনের সব  দুয়ার  খোলা  রাখলে ক্ষতি কি?
কত আলো ,কত বাতাস ....


মানছি, আলো বাতাসের বন্টনেও স্বচ্ছতার অভাব...
কিন্তু ,না পাওয়ার  আশঙ্কায় শঙ্কিত হয়ে     কি লাভ  ?
শিশিরের ঘ্রাণে যেটুকু সুখ মেলে  সে সুখেই হব সুখী...
চড়া রোদে  আর  সুখের নাগাল পাব না  ......তা জানি.,
তবে  মনের মাঝে প্রশান্তি কে ধরে রাখবোই   সদা.....
সুখ  তো থাকে বাইরে, আর প্রশান্তি? মনের গভীরে।