সামাজিক বিপর্যয় ক্রমশ ঠেলতে থাকে ,
ঠেলতেই থাকে .....
সময়ের অন্ধকারকে ভেদ করবো কি
বিশৃঙ্খল শতাব্দীর ভবিষ্যৎ ভেবে
দম আটকে আসে ...
এ যেন অস্তিত্বের নাবিকী সংকেত  !
জীবিকার অনিশ্চয়তার  কালো মেঘ ,
অভাবের কথা মুখফুটে বলতে না পারার যন্ত্রণা ,
অহং বিভ্রান্ত এবং মিডিয়া সন্মোহিত এই সময়ের দ্বিধা-দ্বন্দ্ব !
সামাজিক  দুরত্ব না  নির্জনতার  শিক্ষা ?
কোনটা  প্রয়োজনীয়, কেউ বলতে পার আমায় …ওদিকে
মানবিক সমাজের সান্নিধ্য ছাড়া কি করে যে  বাঁচি ... ।
৫.৭.২০২০