স্বপ্নগুলো  সব লুট হয়ে গেলো গো ...!
চোখের নীচে  অপরাহ্ণে র করুণ  আলো ...।
কন্ঠ   তো    বাজেয়াপ্ত   হয়েছেই...
ঔদ্ধত্যের সাইরেন-ধ্বনিতে  
কর্ণ ও  যে আজ দিশেহারা।
আসলে এ সবই হল বাসি হয়ে যাওয়া
স্বাধীনতার আউটপুট,বুঝলে...।
যাক শোন, দীর্ঘশ্বাস ফেলে তো লাভ নেই ...
দীর্ঘশ্বাসের কথা ইতিহাসে লেখা থাকে না...
ইতিহাসে  শুধু রক্ত ঝরার কথা লেখা থাকে...।

তোমরা  তো  সব  ‘না ঘরকা না ঘাটকা’ ...
পারবে তোমরা আঘাত করতে,
ওদের জং ধরা বিবেকের দরজায় ?
হেঃ হেঃ ,অন্তঃপুরে জল ঢুকেছে দেখেও
টেবিল খুঁজে বেড়াও,আশ্রয়ের খোঁজে ।
জলের উৎস খোঁজার ঝামেলা আর কে পোহায় বল...।
যুগ যুগ ধরে শত বেহুলার ক্রন্দন শুনে
পাশ ফিরে শুয়েছ তুমি ...আর দীর্ঘশ্বাস ফেলেছ...
দ্রৌপদির সম্ভ্রম লুণ্ঠনকালেও  তুমি নীরব ছিলে,
মুখ ফিরিয়ে ছিলে .. প্রতিবাদ কর নি।
ধর্ষিতার আর্ত চিৎকারেও  গর্জে ওঠো নি ...
শুধু মোমবাতি জ্বালিয়ে দোষ খন্ডন করার চেষ্টা করেছ...।


আর কতকাল ঘুমের অভিনয় করবে বল তো?
ঐ দেখো চেয়ে, কারা যেন পতাকা ধরে টানছে
কারা যেন টুকরো টুকরো করে দিতে চাইছে
অখণ্ড এই আমার মহান দেশটাকে...।
মাটিতে হাত দিয়ে দেখ ...লেগে আছে রক্তের দাগ...।
কার রক্ত গো? তোমার ভাইয়ের রক্ত? না মায়ের রক্ত...
এরপর যে  তোমার পালা গো ...।
না না, আর দেরী নয় ...আর দেরী নয় ।
জেগে ওঠো ... জেগে ওঠো দৃঢ় প্রত্যয় নিয়ে ...
প্রভাত  হবেই, রাত যতোই দীর্ঘ হোক না কেন ।।
২২.৮.২০১৯