মৌনতা মানে কি শুধুই সম্মতি ?
মৌনতা  হয়ত ঝড়ের পূর্বাভাস..
খাঁটি সোনা হব  -- তার দহন....
মৌনতা কখনও হয়ত প্রতিবাদ .।


নিঃস্বার্থ ভালোবাসা-টাসা যতই  বলি..
ভেতরে হয়ত কিছু লুকোনোই থাকে ।
অভিমান  এসে নাহলে কড়া নাড়ে কেন...
মৌনতাও বুঝি তবে অভিমান..।


আঁধারের দীপ্ততা কখনও পথ দেখায়...
নিস্তদ্ধতার শব্দে  সৃষ্টি হয় রাগ-রাগিনীর ...
অপরূপা প্রকৃতির রূপ মৌন হয়েই গ্ৰহন করি..
মৌনতা তখন অন্তরের অভিব্যক্তির প্রকাশ ।


হৃদয় পিঞ্জরে স্থিত  গোপন অবৈধ অভিলাষ
কখনও  উঁকি-ঝুঁকি দিতে চায় ,
মৌনতা তখন অতন্দ্র প্রহরী .....বাধা দেয় ।
মৌনতা কখনও বুঝি বা সংযম শেখায়...।


মানীরও  নিজের মান রক্ষার দায় পালনে ভুল হয়ে যায়।
শ্রোতা  কি আর চায়  মানী র অসম্মান হোক...
মৌনতাই  ত্রাতা হয়ে দাঁড়ায়।
মৌনতা তাহলে সম্ভ্রমেরও হাতিয়ার।