জ্যোৎস্না ভরা নিশীথে এক ঝাঁক সবুজ বুঝি
ওড়না উড়িয়ে দাঁড়িয়ে আছে অনড় বিশ্বাসে ...
হেমন্তের এ মালভূমে   শিশিরে-স্নাত তরুদল ...
তোমরা  কি আমারি প্রতীক্ষায় ছিলে ?
নাতিদীর্ঘ পাহাড়ের কোলে ফোঁটা ,  নাম   না
জানা ফুল ...তুমিও কি ডাকছিলে আমায় ?
চেয়ে দেখ,আমি এসেছি ..
বিমুগ্ধ আমি, তোমার  অপরূপ রূপে ...।


হালকা মেঘের রন্ধ্র থেকে তুমিও তো জেগে আছ  চাঁদ ..,
নিলক্ষ্য আকাশ মাঝে আর জেগে আছে অগণিত তারা ...,
নিচে অতন্দ্র অবিচল মুরগুমা  পাহাড় ..,
আরও নিচে দূরে... বহু দূরে দূরে...  উঁকি মারে গ্রাম ...,
বয়ে চলে ক্লান্ত ,  স্রোত বাজেয়াপ্ত কাঁসাই নদী ...;
তোমরাও বুঝি প্রতীক্ষায় ছিলে ,আমারই ...?
চেয়ে দেখ,আমি এসেছি ...
বিমুগ্ধ আমি , তোমার  অপরূপ রূপে ...।


.পাহাড়ি ঢলের মতো নেমে আসে মুগ্ধ আবেগ ...
মনের ক্যানভাসে  ভেসে ওঠে   সেই চোখ... সেই মুখ  ...।
তীব্র স্বচ্ছ এ পূর্ণিমায়... আমিও   আছি  তাঁরই প্রতীক্ষায় ...
কোথায় তুমি? ধরা দেবে না আমায়?
চেয়ে দেখ, এ সবুজের মাঝে  হৃদয়  মোর  অকৃত্রিম  ... ,
হৃদয়  চিরে দেখ  ...দেখতে পাবে ...
ভিতরে থৈ থৈ করছে শত ঝর্ণার জল ...।
এস একবার... ভেঙে দিয়ে সকল অহংকার...।