ছোটবেলায় প্রতি বছর  এই দিনেই বলতাম ....
"নেতাজী তুমি ফিরে এসো..."
ক্ষীন হলেও কখনও মন বিশ্বাস করতে চাইতো...
তুমি ফিরে আসবে...একদিন তুমি ফিরে আসবে..!


মনের  ক্যামেরায়  হটাৎ কখনও ছবিও ভেসে উঠতো...
লালকেল্লায় দাঁড়িয়ে  দৃপ্ত কন্ঠে তুমি বলছো...
" স্বাধীনতা মানে শুধু পরাধীনতার মুক্তিই নয়,
স্বাধীনতা মানে  স্ব-অধীন হওয়া...স্বনির্ভর হওয়া...
শোষন-মুক্ত সমাজে সমানাধিকার নিশ্চিত করা..."।


চোখ বুঝলেই দেখতে পেতাম.... কোন একদিন..
এক আকাশ সোনালী আলোর দীপ্তি ছড়িয়ে
সামরিক পোষাকে  এসে দৃঢ়তার প্রতিমূর্তি হয়ে  তুমি বলছো...
আর মাৎসন্যায় নয়, এখন থেকে  পাবে প্রকৃত গণতন্ত্র !


তোমার কল্পনায় ,পরিকল্পনা - নথিতে
স্বাধীনোত্তর ভারতের যে ছবি তুমি এঁকে গিয়েছিলে...
প্রচারিত না হলেও  , ওঁরা অনুকরণ করেছিল..
কিন্তু সফল  হয় নি হয়ত ....সততা ও দক্ষতার অভাবে।


জগতের বহু কিছুই হয়ত  ভঙ্গুর
শুধু একটা জিনিসই ভাঙে না, সে হল আদর্শ।
তোমার মূর্তি নিয়ে  আজ এত  টানাটানি দেখে বুঝি
তোমার আদর্শ,তোমার চেতনা অবিনশ্বর..।।
২৩.১.২০২২