গড়বে বলে শহর নগর
আগুন লাগাও বনে,
অবুঝ নাকি? সবুজ মারো,
তুমি নিজেই তো মরবে প্রাণে।


নিরপরাধ  যত বনের পশু
আজ  ভিটে মাটি হীন ,অসহায়;
বন্য বলেই  ঠাঁই  নাই  কোথা,
কে দেবে ওদের  আশ্রয় ?


মিথ্যে কর হুশের বড়াই
মানুষ পরিচয়ে করো ছলনা,
বাস্তুতন্ত্রে  যে সবাই দামী
একথা ভূললে তো  চলে না।


চিতার উপর চিতা সারি সারি,
কত না জীবের ভবলীলা হল সাঙ্গ,
মানুষের বিপদে তবু দমকল আছে
পশুরা যে বড়ই নিঃসঙ্গ।


'সবুজ বাঁচাও দূষন হটাও'
এ স্লোগান কী শুধু ভাষনেই,
আখের গোছাতে  সবুজই মারো
প্রীতি  যে তোমার শোষনেই।।