ভাঙা কাচের টুকরো গুলো আঁকড়ে  
ধরে আছি হৃদয়ে....নিজেকে মনে হয়-
রাত্রি শেষের পোড়া কাঠগুলির মতো ...
নিঃশেষিত  তবু স্ববয়বে বর্তমান....;
স্পর্শ পেলেই প্রকাশিত  হবে আত্মাভিমান...
অবয়ব ভেঙে   খানখান....।
শুধু কাচের টুকরো গুলো ই
পড়ে থাকবে ছাইয়ের সমাধিতে,
ভালো বাসার বীজ ধান হয়ে....।
ভালোবাসা আবার মরে নাকি?