"ওঁরা যদি ভুলে যেতেন ? "


ফি –বছর, ২১শে ফেব্রুয়ারীর আগের  রাতে...
বই-পত্র ঘাঁটি ,মাউস নিয়ে কসরত...
আরে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বক্তৃতা
দিতে যেতে হবে তো ,না কি...।
সকাল হলেই বেড়িয়ে পড় ,বাঙ্গালীর আভরণে... বাঙ্গালী হতে ,
আজই  যে আমার বাঙ্গালী স্বত্বা জাগ্রত ।
হ্যাঁ ,আজই  যে মাতৃভাষার প্রতি  আমার
কৃতজ্ঞতার দায়বদ্ধতা পালনের দিন...
আজই শুধু আমার  মাতৃভাষার প্রতি ভালবাসার
আবেগ মূর্ছিত হয়...প্রকাশের আকুলতা ছিঁড়ে খায়।
বাকি ৩৬৪ দিন তো পুঁজিবাদী সভ্যতার আগ্রাসনে
নিজেকে বিলিয়ে দিই  ... বিদেশী বা দেশীয় ভিন্ন ভাষার
আঁচলে আত্মসমর্পণ করি ,মেকি  আভিজাত্য বোধে ... ।
ভাষা যে কোন জাতীর বিজ্ঞাপন – ভুলে যাই ।
ভাষা যে কোন জাতীর অস্তিত্ব ...তাও ভুলে যাই ।
রাজনৈতিক আগ্রাসনের চাপে ১৯৫২ তে রফিক,সালামরা যদি ভুলে যেতেন ?