অনুকবিতাগুচ্ছ--



দান
দানে বাড়ে মান
একথা সত্য
তবে তা যদি হয় নিঃশর্ত।

ত্রাণ
ত্রাণে বাঁচে শত প্রাণ,
সত্যিই সে সেবা পরমার্থ,
তবে তা  হোক  নিঃস্বার্থ।

মিত্রতা
জীবন পথে বাড়াও মিত্র...
তবে  পাশে থেকো তাঁর  বিপদে,
মিত্রতাই যে  পরিণত হয় সম্পদে।

নিরহংকার
বিত্ত থাকা দোষের নয় গো
নিঃস্ব কর অহংকার
সত্ত্ব থাক,সত্য হোক তোমার  ঈশ্বর।

আশা
অন্তরে জাগুক আশা..
জ্ঞান আর ত্যাগে আসুক  আসক্তি,
অভয়পদে বিশ্বাস থাক,তবেই মুক্তি
---
২৬.৬.২১