ধরে আনতে বললাম তোমায় ,আর তুমি কিনা বেঁধে নিয়ে এলে ....।
ভালোবাসার অধিকারকে বন্ধনমুক্ত করলে ... সে ভাল সিদ্ধান্ত ;
পক্ষপাতদুষ্ট অন্যায় আইন রদ করলে ......সাধু ! সাধু!
কিন্তু, ’পরকীয়ায় বৈধতা’ !  তার   মানে ত হল গিয়ে    --
ব্যভিচারের পাত্রে ভালোবাসার সুধা পানে উৎসাহ প্রদান ...।
বৃত্তের  মধ্যে থেকেই  ভালবাসার  বিকেন্দ্রীকরণ ?
কেন বাপু ...বৃত্ত থেকে বেরিয়ে যাও .....,
নতুন বৃত্ত স্থাপনে  তো ভালোবাসার  আশ্রয়প্রাপ্তি   সম্ভব।
ধর্মাবতার, তাহলে ভালবাসা, বিশ্বাস আর পারস্পরিক নির্ভরতা
এই তিন অনুতে সমৃদ্ধ সংসারের সংজ্ঞাটা বদলে নিতে বলছ ?
যাক গে বাবা ,অত শত বুঝি না, এটুকু বুঝি – শোষণহীন
অনুশাসনেরও হয়ত প্রয়োজন ,সুস্থ সমাজ গড়ার তাগিদে।
এখন, ধর্মাবতার ,আরও কয়েকটি দাবী যদি উত্থিত হয় ...যেমন-
দেশের স্বার্থ-বিরোধী কার্যকলাপের স্বাধীনতার অধিকারপ্রাপ্তি ...
বিশ্বাসঘাতকতামূলক  আচরনের  বৈধকরণ ...
(পশুদের ন্যায়) , যৌন আচরনে, সম্পর্কের সচেতনতা রক্ষা বাতিলকরণ ...
আরও কত আছে...! এই দাবীগুলো ও কি তুমি মেনে নেবে?
সবগুলি ই তো ব্যক্তি স্বাধীনতার দাবী...।