'ভাললাগা' যদি আশ্রয় চায়
' অভিনয়ে' -ও একদিন ভালবাসা হয়।
'অভিমান' যেথা অভিনয়-ময়
  'ভালবাসা' সে ভালবাসা নয়।
উষ্ণীষ যদি রেশহীন রয়
' মিলন' সে তো বন্ধনের-ও নয় ।
'সততা' যেখানে মুখোশের আড়ালে
  ' বিশ্বাস' বিশ্বাসযোগ্য নয় ।
ভাবনা যেখানে সীমায় আবদ্ধ
  ' স্বাধীনতা' সে স্বাধীনতা নয় ।
নিজেকে পাওয়া যখন 'সেলফি'তে -ই শুধু
  'নিজস্বতা' সে নিজের নয়   ।
মানবতা' যেথা অভিধানে- ই শুধু
  ' সভ্যতা' সে সভ্যতা নয় ।


   -----------------------