তোর মনের মধ্যে 'আমি' -তে
ঘুণ ধরেছিল যখন -
আমাকে জানাতে পারতিস ।


ভালবাসা ,বিশ্বাস একেকটা ব্লক -কে
যখন ধীরে ধীরে কাটছিল -
বাধা দিতে পারতিস ।


বিশ্বাস - রক্ষার দায়বধ্যতা - ও আক্রান্ত যখন
নৈতিকতার হাত ধরে -
তাঁকে বাঁচাতে পারতিস ।


সততা,পবিত্রতা সবকিছু -ই হারিয়ে
রিক্ত হলি যখন -
মুখোশটা খুলতে পারতিস ।


রিক্ত -স্নাত তুই আজ অন্তরে মলিন,
তোর মলাট মোহ আগুনে দগ্ধ -
স্মৃতি দিয়ে -ও নেভাতে পারতিস ।


তোর হৃদয় আজ নোঙর- ছিন্ন ,
সমুদ্র -ঝড়ের প্রবল হাওয়ায় মাস্তুলহীন তুই -
অপেক্ষমাণ অনুশোচনাকে গ্রহন করিস।
                                                      
অনুশোচনা -ও শুদ্ধ করে ,
নতুন প্রভাত হাতছানি দেয় -
আবার, সেই 'আমি'- কেও খুঁজে নিতে পারিস।
---------------------------------------