আমাকে আমার চোখে -ই দেখবে তুমি-
যৌক্তিকতা - ভাবায় নিশীদিন।


আমার আপন যারা, তারাও তোমার আপন-ই -
প্রত্যুষে- ই এ প্রত্যাশা - যুক্তিহীন ।


অচেনা ঘর ,অজানা মানুষ ,তারা তোমায় না চিনুক ,
তোমায় চিনতে -ই হবে- দাবী নীতিহীন।


ভালবাসাহীন শ্লেষেও তুমি পাথর মূর্তি রবে -
এ  চাওয়া -   অসমীচীন ।  

দুঃখ তোমার বালিশে ভেজে ,দীর্ঘশ্বাস সাক্ষীশূন্য ,
অন্তরাত্মা প্রতিবাদী -আমি দৃষ্টিহীন ।


অভিলাষে তুমি উপোষী ছিলে , হিসেব না শিখে- ও
হিসেবি হোলে- বুঝি অর্থহীন ।


আত্মসুখে উদাসী না হয়ে অপরের সুখে
নিজেকে মেলালে -তুমি তুলনাহীন।


ব্যক্তি-স্বাধীনতা -র স্বাদ নিলে না কখন -ও -
হীরক রাজার সভাসদ হয়ে -ই রইলে চিরদিন।