আমার দুচোখ সেদিন জলে ভরে গিয়েছিল -
ওরা কেউ তা দেখতে পায় নি ।
আমাকে আঘাত করতে হয়ত চায়নি ওরা,
কিন্তু আমার হৃদয় তা বুঝতে চায় নি ।
ওরা জানতে চাইছিল -
আমি কবি হতে চাইছি কেন?
ভাবলাম , বলি ওদের......
' মনের অন্তরে সব মানুষ -ই কবি চিরদিন...,
প্রকাশের তৃষা যখন প্রকাশিত নয় -তখনও সে কবি -ই ...
জীবন সংগ্রামের প্রতিটি অনুভুতি -ই একেকটা কবিতা...
হতাশার জন্ত্রনা আর প্রাপ্তি -র আনন্দের অনুভব-ও কবিতা...
স্বপ্নিল চাহনি যখন নীল দিগন্তে মেশে -তখন- ও সে কবি ...
কল্পনার জগত যখন বাস্তবতা হারায় -- তখনও '...।
ভাব প্রকাশের প্রত্যাশা যখন বাঁচার রসদ ...
কবিসত্তার প্রকাশ তখন যে বাহ্যিক।