ওজোন' আর সূর্যের  হল  আড়াআড়ি,
বর্ম  পরে  মানুষ-  হেঁটে  মামা-বাড়ি।
বিশ্ব- ব্যাপি যোগাযোগে অয়ারলেস-ই তাড়াতাড়ি ,
টাওয়ার দেখে ভয়ে চড়ুই নিরুদ্দেশে দিল পাড়ি ।
অরণ্য আজ শীর্ণকায়া ,ফুসফুস জীর্ণ ,
শুদ্ধ বাতাস ক্যানে ভরা রয় ,প্রকৃতি প্রেম যে শূন্য ।
পৃথিবী আজ  উষ্ণতর, ঋতু -বৈচিত্র্য  ভগ্ন ,
পরিবেশকে কোলে তুলে লও, সভ্যতা যে নগ্ন...।