অভিমানী মেঘ অভিমান ভুলে... যখন
খুশীতে উদ্বেল ... শুভ্রতার প্রতীক সেজে
নির্ভার হয়ে ভেসে বেড়ায় নীল আকাশের গায়ে...
বুঝি, সে এসেছে ...মেঘের ঋতুর শরৎ ।


মেঘের সাথে লুকোচুরির ফাঁকে বিজয়ী রবি
তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ...
সোনালী আলোর অঞ্জলিতে ভরিয়ে দিয়ে চারিপাশ ...
বুঝি, সে এসেছে ... নির্মল উজ্জলতার শরৎ ।


নদী তীরের কাশফুল আর বিলের শাপলার দল
যখন অস্তিত্বরক্ষার দায় পালনে প্রতিশ্রুতিবদ্ধ ...
গাছে গাছে হাসনুহানা অপলকে তাকিয়ে মেঘপানে ...
বুঝি, সে এসেছে ..আমার আকাঙ্ক্ষিত  শরৎ  ।


ভোরের আঙ্গিনায় শিশির-সিক্ত ঝরে পড়া শিউলির ঘ্রান ...
ছন্দের বোল তোলা ভোরের মিষ্টি হিমেল হাওয়ার চুম্বন ...
মেঘ-বালিকাদের সাথে মিতালীর প্রত্যাশা জাগে মনে ...
বুঝি, সে এসেছে ...আমায় উদাসী করার শরৎ ।


ঘুড়ির উড়ানে শুভ্র মেঘের স্পর্শ পেতে চায় কিশোর ...
ঐ শোনা যায় আনন্দময়ীর আগমনী গানের সুর ...
হিসেবী হওয়ার দায়বদ্ধতার  সাময়িক বিরতি চায় মন ...
বুঝি, সে এসেছে ... আমার চির আনন্দের শরৎ ।।