সাঁকোর উপর দাঁড়িয়ে যতদূরে  চোখ যায় ততদূর ...
মেঘ-মুক্ত নীল আকাশ গভীর শূন্যতায় স্থবির ...
ধুসর গোধূলির অলস আলোর চুম্বনে উদাসী তরুদল ...
পথ হারিয়ে যায় বুঝি পথের বাঁকে ...
জেগে ওঠে স্মৃতি ... চেনা সুর বাজে মনের গভীরে ...
মুছে আসা ম্লান  ছবি ফিরে পায় ফাগুনের উচ্ছলতা ...।


মনে হয়... ঐ বুঝি তুমি এলে ...এই মেঠো পথ দিয়ে ...
ভেঙ্গে যায়  নীল আকাশের  মৌনতা ...
ঘুচে যায় যত বিষণ্ণ শূন্যতা ... দোলা লাগে মনের গভীরে ...;
সাঁকোর রেলিং এ দীর্ঘনিঃশ্বাসের শব্দে ফিরে পাই নিজেকে ...
দেখি ... চেয়ে আছি ...পায়ের চিহ্ন নিয়ে পরে থাকা পথটার গায়ে ...;  
রাত্রি ঘনায় মনের গভীরে, নতুন ভোরের প্রত্যাশায় ...।
                             ------- ---------