প্রতিদ্বন্দ্বিতার প্রতিবিম্ব ঘেরা চারিধার সেই ছোট থেকে –ই ...
প্রতিহিংসার আগুনের ফুলকি কোথা থেকে এসে তপ্ত করে তোলে ...
জয়ী হওয়ায় নয়, অপরের পরাজয়েই বেশী আত্মসুখ অনুভুত হয় ...,
প্রতিদ্বন্দ্বিহীন হওয়ার স্বপ্ন – পূরণের  অভীপ্সা
নিজেকে  অসহিষ্ণু করে তোলে... হয়ত অযৌক্তিক –ও ...।
কিন্তু , রাত্রিশেষে , উদয়ের পরে ,সূর্য- ও তো চায় নি –প্রতিদ্বন্দ্বিহীন হতে ...
আবার-  ও   সূর্য অস্ত যায় ...... আবার  রাত্রি নামে ...
জয়, পরাজয় দুই অনুভুতি নিয়েই  ওরা প্রবহমান ...।


প্রতিদ্বন্দ্বিতার প্রতিবিম্ব ঘেরা চারিধার সেই ছোট থেকে –ই ...
নিস্তদ্ধ নদীতীরে প্রেয়সীর বাহুডোরে  -ও প্রতিদ্বন্দ্বিহীন নই  ...
সেলফি- তে-ও  মুখোমুখি  – ‘আমি’ আর ‘আমার কল্পনার আমি ‘ ...।
কখন –ও বা মনে হয় আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী...
আয়নার সামনে দাঁড়িয়ে  কখন –ও কাঁদি ...কখন –ও বা হাসি ...
জয়োৎসবে ‘ডি জে’ র ঝঙ্কারে –ও ভেসে আসে বিষাদের সুর ...
আমি  তো শুধু বিজয়ী –ই নই ... পরাজিত –ও ।।