আমার অপ্রকাশিত ভাবনাগুলি সেদিন জানতে চাইল,
'' সৃষ্ট ভাবনার অপ্রকাশের দায় কি ভ্রূণ হত্যার দায়ের সমতুল?
সংবিধান তো মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে তোমায় ...
তবে কেন ভ্রূণ হত্যার দায় ঘাড়ে নিয়ে কাটাচ্ছ  নিশিদিন ?
দুর্নীতি আর স্বৈরতন্ত্রের  বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে,
প্রতিদিন তো কত শত ভাব তুমি... কিন্তু আজ  পর্যন্ত
এক বারের জন্যেও সে –সব প্রকাশ করতে পেরেছ?
রক্তচক্ষুর ভয়ে ...নাকি সুবিধাবাদীর মুখোশ পরে আছ বলে ?
কামনার আগুনে জ্বলে পুড়ে,  হৃদয় তটের  কত সহস্র অনৈতিক
ভাবনাগুলির  অপ্রকাশের দায় থেকে না হয় মুক্ত করলাম তোমায় ...
সমাজ  ও সামাজিক সম্পর্কের শৃঙ্খলা রক্ষার তাগিদে ...;
কিন্তু , প্রতিবাদী ভাবনাগুলির অপ্রকাশের দায় তুমি এড়াবে কি করে ?
বর্তমান যতই তোমার গায়ে 'বিদ্বজন’ ,’বুদ্ধিজীবী'  সাইনবোর্ড ঝোলাক ...
ইতিহাস কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রমান চাইবে..''.।।