অনেক চোখের  ভিড়ের মাঝেও
ভুল হয়নি আমার... তোমার সেই স্বপ্নিল
চাহনির গভীরতাকে আলিঙ্গন করতে ...।
সে চাহনিতে দেখেছিলাম ......
‘উপাসনা মন্দিরের স্নিগ্ধ সৌম্যতা ......;
‘প্রচ্ছন্ন মেঘেদের বৃষ্টি হয়ে ঝরে পড়ার দৃঢ় প্রত্যয়’ ...;
‘ভোরের শিশিরে স্নাত জুঁই ফুলের দীপ্ততা’ ...।
আমার সমস্ত দেহে তখন কামনার নির্ভীক আভাস ...,
প্রেমাতুর অন্তরাত্মার নির্বাক  ডাকে  সাড়া দিতে,  
পলক ফেলতেই ভুলে গিয়েছিলাম ,বেশ কিছুক্ষণ ।
তোমার আর আমার দৃষ্টির মাঝে , কে যেন
সেতু গড়ে দিয়েছিল ; আর. তারই নীচে...,ভালবাসার প্রতিবিম্ব।


কালের অমোঘ  রোষে কিনা জানিনে,দিনান্তেও  খুঁজে চলেছি বাস্তব ...।
‘ তোমার বুকের পরে শুয়ে আছি ...’’ এ দৃশ্য আজও যে শুধু স্বপ্নেই.....।
আজও  কখনও কোন নিস্তদ্ধ নিশীথে ... একাকী, ...
মনের ক্যানভাসে ভেসে ওঠে ,  সেই চোখ ... সেই চাহনি ... ,
মনে হয় ,  বুকের মাঝে সযত্নে  রক্ষিত ,
রোমান্সের মোড়কটাকে  আবার খুলে ফেলি ...,
অদৃশ্য স্পর্শ – উষ্ণীষে ফুটে  ওঠে ,মুগ্ধতার সেই প্রতিবিম্ব ...।
নিজেকে আর একা মনে হয় না ......;
’’অপেক্ষার যন্ত্রণা’ ...  কাঁদছিল যে ক্ষণিক আগেই ...
বিলীন হয়ে যায়,  স্বপ্ন সাগরের ঢেউয়ের মাঝে ...।
স্মৃতির ঝাঁপি  থেকে অভিমান মুখ তুলতে চাইলেও ...
সুখানুভূতির পরশ পেতে ভেসে ওঠে সে প্রতিবিম্ব ...আবারও...।।