প্রতিদিন আমি ধর্ষিত হই ,আপন চক্রব্যূহে ...
আমার আঁচল জটায়ু হয়ে কাঁদে নিভৃতে ...;
দীর্ঘনিঃশ্বাসও সান্ত্বনা খুঁজে দিতে চায় আমাকে ...;
অবশ্য তোমাদের চোখে তো সব কিছুই বৈধ..বিবৃতি নিষ্প্রয়োজন ।


অগ্নিসাক্ষী করে আমার সব ভার নিয়েছিলে একদিন ...
দেহের ভার ই তো সব নয় ,মনের ভার ও তো রয়েছে ..;  
আমার ‘ভর’কে ছিন্ন- বিচ্ছিন্ন করেছ...ভার বহন  দূর অস্ত !
ভেজা বালিশে, শত অভিমান যত  আজ প্রতিবাদের প্রতীক্ষায় ...।


প্রতিদিন আমি ধর্ষিত হই ,আপন চক্রব্যূহে ...; যদি
চক্রব্যূহ  থেকে বেরিয়ে যেতে চাই- কূলটা বলবে তোমরা ...আর
প্রতিবাদ করতে গিয়ে এনকাউনটারে মারা গেলে -মোম বাতি মিছিল!
তার চেয়ে বরং আত্মনির্ভরশীল হওয়ার শপথ গ্রহন করি ...।।