সহ্য – গুণ  কি দুর্বলতা  না শক্তি ... মাঝে মাঝে সন্দিহান হই ...
দীর্ঘ বঞ্চনার  বিরুদ্ধে গর্জে  না – ওঠা-কে  কি শালীনতা  বলে? কি জানি ...।
মাঝে মাঝে মনে হয়, যাই ...সমুদ্র –কে গিয়ে ডাকি  একবার  ...
প্রতিবাদের   ঢেউ –কে  ওঁ  হয়ত  উস্কে  দিতে পারবে ...।  
আবার  কখন –ও মনে হয় ...মেঘেদের  সঙ্গে  গিয়ে  ভাব জমাই ...
একজোট হয়ে লড়াইয়ের মন্ত্র -টা   তো জানতে  পারব ...
পুঞ্জিভূত  জলরাশিকণার  ঐক্যবদ্ধ  সফল  সংগ্রামের
  ফসল –ই  যে আকাঙ্ক্ষিত   বৃষ্টি  ...।
তবে, ‘ মনে না নিয়ে –ও  মেনে নিতে নিতে ‘ হয়ত ক্লান্ত  হব-ই  একদিন ...
সেদিন কিন্তু,তুমি...আমি ...সবাই মিলে -ই   বৃষ্টিতে  ভিজবো ...।