স্বপ্নভঙ্গের যন্ত্রণাকে উপেক্ষা করতে বলেছ...
কিন্তু , উপেক্ষায় তো আর যন্ত্রণার অস্তিত্ব নিঃশেষিত হয় না,
চাপা আগুন শপথ খোঁজে স্বপ্ন-সফলতার...
স্বপ্ন-প্রবহমানতা-ই সুর খুঁজে দেয় ... নতুন ভোরের প্রত্যাশার।


একদিন আমি, আকাশ হতে চেয়েছিলাম... পারি নি ...,
তবে সে স্বপ্নচারিতায়,  উদারতার শিক্ষা পেয়েছিলাম ..।
একদিন নদী হতে চেয়েছিলাম ... না,হতে পারি নি ...,
তবে , গতিশীলতার পাঠ ওঁর থেকে ই নেওয়া।


আমি তো ‘তুমি’  হতে –ও চেয়েছিলাম ... পারি নি ...
তবে ,ভালবাসার অস্তিত্বকে অনুভব করেছিলাম  নিবিড়ভাবে ...
আর সেই ভালবাসার বীজমন্ত্রে...কখন জানি না...
তুমি আর আমি, মিলেমিশে ‘এক’ হয়ে গেছি...।
  
প্রতিটি স্বপ্ন – মৃত্যু শেষে,  ভাষাহারা তীব্র যন্ত্রণায় ...
অশ্রুধারার সংযমে ...আমি  বিশ্বাস করি-
‘স্বপ্নচারিতায়’ অর্জিত  শিক্ষা- ই  এনে দেবে  
স্বপ্ন –সফলতার কুয়াশামুক্ত গর্বিত নতুন ভোর ...।।