আজ মন চলে যায় আমার
কোন এক অচিন পাখির দেশে।
সেথায় ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি,
ওঠে খিলখিলিয়ে হেসে।
পরীরা সব পাখা মেলে,
শ্বেতশুভ্র বেসে।
কোনো এক অচিন পাখির দেশে।  


চাঁদের আলোয় মায়াবী মন
ছুতে চায় সে কোন সন্ধিক্ষণ!
অন্ধকার যত পেছনে ফেলে,
আলোর দিশায় চক্ষু মেলে
মহাজাগতিক সুরের ছায়ায়,
হাতছানি দেয়  আপনজন।  


হেথা ভোর হয় রামধনুর রঙে
উজ্জ্বল আকাশে উড়ে বেড়ায়,
নাম না জানা সোনালী পাখিরা।
হেথা স্বাধীন সবাই, নিয়ম মানেনা কেউ
সুখের সাগরে মেলেছে পাখা তারা।  


এ কি স্বর্গ, নাকি মর্ত, না পাতাল!
কোন দেশেতে এলাম আমি আজ?
কোথায় আমার স্বপ্নের মন,
রঙের খেলায় রাঙিয়ে এমন
পেছনে ফেলে ধরার বাঁধন
সম্মুখে ধায় সরিয়ে রেখে,
যত নকল সাজ!


দুঃখ যত ব্যাথা তত, ভুলি আমি সব
বিদ্বেষ, ক্লেশ, রাগ, অহংকার
ছিল যত তুচ্ছ অলংকার,
হেলায় ফেলিলাম খুলে।
করিলাম পন পবিত্র এ জীবন,
হারাইবনা আমি ভুলে।


চেতনা আমার জাগায়েছে আজ,
সহস্র আলোর রেখা
তারারা আকাশে পথ খুঁজে দেয় ,
ভ্রান্ত পথিক একা
তুমিও আসো এ পথে, মোর সাথে
একসাথে চলি মোরা হাতে হাত রেখে।
করি আজ অঙ্গীকার
হারিব না কভু জিতব বারবার।।