আমারোতো ইচ্ছে করে
শীতের রোদ গায়ে মেখে
দুটি হাতে হাত রেখে,
সবুজ ঘাসে গা এলিয়ে,
একটু গল্প করি।
রূপকথার রঙ্গিন দেশে
তাকে নিয়ে ঘুরি।


কত কথা বলার আছে,
কত কথা বোঝার,
মনের দোলায় হৃদয় মাঝে
একটু গান শোনার।
ঠোঁটের কোনে মিষ্টি হাসি,
লজ্জা মাখা কাজল আঁখি
মিলেমিশে দুজনাতে,
ভালোবাসায় মাখামাখি।    


বৃষ্টি ভেজা সোঁদা মাটি,
করবো মোরা লুটোপুটি।
জলভরা ঘাসের মাঝে
চুপটি করে শুয়ে,
সময়টাকে পিছে ঠেলে
শিশু মনের দোলায় দুলে,  
মেঘের পানে  চাইবো মোরা
নয়ন দুটি জুড়ে।


চলবো মোরা পাশাপাশি
হাতে হাত ধরে,
কালো চুলের স্নিগ্ধ শোভা
আমার শরীর জুড়ে।
নরম কোলে মাথা রেখে,
চোখটি বুজে পরম সুখে
ঠোঁট দুটি তার ঠোঁটে এঁকে,
করবো আদর  তারে।
চাঁদের আলো পরবে তখন
ছোট্ট নাদির পারে।  


হটাৎ যেন কেমন হলো!  
সুখের পরে দুঃখ এল।
কি যেন কি বলতে গিয়ে
ঘুমটা গেলো ভেঙ্গে।
স্বপ্ন যখন ভাঙ্গে দেখি,
অন্ধকারে আমি
নিজের সাথে করছি খেলা,
হাসে অন্তর্যামী।।