তাথৈ তাথৈ নৃত্য করে
কাল ভৈরব ওই আবার,
পাঁজরের হারে শাসন করে
রিপুগুলোকে বারংবার।
কাম ক্রোধ লোভ মোহ,
হিংসা ঘৃণা অহংকার,
শাসন করে বারংবার।


নটরাজ তব একি লীলা!
কি ভয়ঙ্কর এই তাণ্ডব খেলা।
তছনছ করে সম্মুখে তোমার
ধ্বংস করেছো আজ, হে নগ্ন মহারাজ
দিক বিদিক হারায়েছ জ্ঞান।
স্তব্ধ অন্ধকারে পাঠায়েছো তুমি,
তোমারই রুদ্র চেলা।  


রণসাজে আজ রণতরী নিয়ে,
যুদ্ধের বেশে হুঙ্কার দিয়ে
ওই আসে ওই মহাক্ষণ।
তমসা ঘনায় দিবালোকে,
আত্মীয় পরিজন পরম শোকে
চিরতরে দূরে সাড়ে যায় প্রিয়জন।


এ কোন রূপ জাগিয়াছে প্রভু তোমার!
অমোঘ পরিনাম যেন
অসত্য, অন্যায় আর বঞ্চনার।
নিয়মের সাথে যারা করেছে হাসিখেলা,
শেখায়েছো পাঠ নির্মম এইবেলা।
আর কত আছে তুনে তব তীর?
লক্ষভেদে ভাঙ্গিবে অন্ধকার প্রাচীর।  


জানি তুমি আজ নির্দয়।  
অনন্তকাল সয়ে সয়ে গেছ
থেকেছো হাস্যময়।  
জুটেছে কত অবহেলা,
উপহাসে পূর্ণ হয়েছে বেলা
সাঙ্গ হয়েছে ভুবন ভোগের খেলা।


তবু আশাহত নয় এই মন
জানি উঠিবে সূর্য, প্রভাত হবে কাল।
প্রলয়ের পরে হবে সৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি
ভালোবাসা নিয়ে ফিরিবে সকল প্রাণ।
ধরার মাঝে শান্তির বাণী
শুনিবে সেদিন সকল প্রাণী।
তোমার শিক্ষা পাথেয় করে
হাসিবে আগামীকাল।।