জানো কি তুমি, কীভাবে মানুষ
আলোয় আলোয় বাঁচে?
জানো কি তুমি, কীভাবে মানুষ
অন্ধকারে হাসে?

জানো কি তুমি, কীভাবে মানুষ
পোড়ে অসহায়ত্বের অনলে?
জানো কি তুমি, কীভাবে মানুষ
সুখ খুঁজে তবে মরণে?

জানো কি তুমি, ইতিহাস তার
পুনরাবৃত্তি চায়?
জানো কি তুমি, কজনই বল
সফলতা খুঁজে পায়?

জানো কি তুমি, অজানায় মানুষ
কীভাবে হারিয়ে যায়?
জানো কি তুমি, সব প্রশ্নের
এড়ানো যায় না দায়?