আলোকিত সমাজ গড়তে
চাই সবার শিক্ষা,
পাশাপাশি নেওয়া উচিত
সব ধরনের দীক্ষা।

শিক্ষা সবারই বৃদ্ধি করে
জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা,
তবুও আজ বিবেক অন্ধ
দেখে শুধুই শূন্যতা?

শিক্ষা নাকি সবারই
জাগ্রত করে বিবেক,
তবে কি এসব কথা
শুধুই এখন আবেগ?

সার্টিফিকেট অর্জনটাই
হয়ে দাঁড়িয়েছে মূখ্য,
আসলে তা মোটেও
ছিল না যে কাম্য।

সুশিক্ষায় শিক্ষিত হলে
মানুষ্যত্ব হবে অর্জিত,
মানুষ হিসেবে তখন
আমরা সত্যই হব গর্বিত।