একটি নারীর আত্মকথা
  **** প্রদীপ চৌধুরী ****
স্বাধীনভাবে জন্ম হলো ছোট্ট একটি নারীর
আদর যত্ন অলংকারে পূর্ণ হল শরীর |
এভাবেই দেখতে দেখতে সময়ের অনন্ত পথ ধরে
বড়ো হয় নারী কালচক্র বেয়ে, হাজার স্বপ্ন গড়ে |
বড়ো হওয়া সে ভীষণ জ্বালা, বড়োরাই বোঝে মর্ম
স্বাধীনতা নেই, দুঃখ-জ্বালা এইতো তাদের ধর্ম |
তবু যদি কেও জ্বলে ওঠে অন্যায়ে মুখ খুলে
সমাজ তখন নিষ্ঠুর হয়, নারীত্ব যায় ভুলে |
অধিকার ছিলো, অধিকার আছে বলে অনেক পোষ্টার দেখি
তবু মনে হয়, এসবই মিথ্যে পোষ্টার লেখালেখি |
অনেক নারী বলবে ভাবে তাদের দাবীর কথা
কোথাও এসে থমকাতে হয়, এইকি স্বাধীনতা !