বিবর্তন
** প্রদীপ চৌধুরী **
ইতিহাস ভেঙে কখনো আছড়ে পড়ে অন্ধকার
পাখিদের কোলাহলে গ্রহণ লাগে রবি-শশীর যৌবনে
মানুষের দোলাচলে ঢেউ খেলে যায় নৌকার দাঁড়
অধিবর্ষ, আর এক বসন্ত শেষ হলে বিবর্তন হয় |
মার্কসবাদীদের উল্টালো কাপড়টা, দীর্ঘদিন ধরে
উলঙ্গ মেয়েটার শরীরে চকচক করছে |
সকাল সন্ধে বিবর্তনের নেশায় একদল উজবুক
    তির্থের কাক হয়ে থাকে
অধিবর্ষ পেরিয়ে গেলে বিবর্তন নামবে
      নয়তো বা গোধুলির শেষে |
বিবর্তনের সমীকরণ কষলে দেখা যায় উজ্জ্বল একটা ধ্রুবক |